আকাশপানে উদাস আঁখি
মেলিয়া দেখি মুক্ত পাখি
বাঁধন ছেড়ে আপন ঘরে
ফিরিছে তারা মায়ার ডোরে
শ্রান্ত দিনের সফর শেষে
গান ধরিছে পুষ্পঘাসে
গানের সুরে মনের নীড়ে
প্রশ্ন জাগে হৃদয়পুরে
অভয় দানে সদয় জেনে
শুধাই তারে জীবনের মানে
যে জীবনের অর্থ আমি
পাইনি শাস্ত্রে অন্তর্যামীর!
.
"স্বাধীনতার প্রতীক আমি"
সুরেলা কন্ঠে গাহে পাখি
"জীবনাকাশের নীল আঙিনায়
ডানা মেলে উড়ে বেড়ায়
সোনার খাঁচার লোভী নহি
নহি কারো পোষা দাসী
ভোগসুখের শখের মোহে
দিই না জীবন কুরবানি।"
.
পাখির গানে জীবনের মানে
ধ্বনিত হলো আপন প্রাণে
শৃঙ্খলতার প্রাচীর ভেঙে
জীবনাকাশে উঠবো রেঙে
হঠাৎ যদি বজ্র মেঘে
বিপদ আসে ঝড়ের বেগে
পর্বতের ন্যায় বুক আগলে
রুখে দেবো ঝড়বাদলে
ঝড়ের শেষে বিজয়ীবেশে
হারায়ে যাব জীবনাকাশে
ষে জীবনের স্বপন লাগি
আকাশপানে উদাস আঁখি।


.........................০১/০৪\২০১৮