একটি গোলাপের আবেদন
সদ্য প্রস্ফুটিত গোলাপ মম প্রিয়ার মতন
প্রিয়াই যেন হৃদবাগিচায় গোলাপ হয়ে ফুটে
আর অস্ফট কন্ঠ তাহার প্রহার করে বলে ,
হে কবি
শব্দের খেলোয়ার ছন্দের জাদুকর তুমি
প্রতীকি সৃজনে প্রকৃতির স্বজন তুমি
গদ্যের সাহারায় কবিতার কানন কবি!
আর আমি হেন কাননে খুন বরণ গোলাপ
সকালে ফুলের রাণী সন্ধ্যায় শুধু পদাঘাত
আজি নবপ্রভাতে মম গন্ধেসৌরভে
মধুকর ন্যায় কবি তুমিও মধুভোগে
বসিছ গোলাপী প্রিয়ার বুকের 'পরে
আমায় নয় শুধুই তোমার কবিতার খাতিরে
কিন্তু সূ্র্য যবে অস্ত যাবে,ফিরবে পাখি বাড়ি
রক্তলাল গোলাপ আমি হাওয়ায় যাব ঝরি
তখন কি বলবে কবি,
"গোলাপ, তোমায় ভালোবাসি!"


..............................০৫/0৪/২০১৮