কাউকে ভালোবাসার জন্যে একটা রাস্তার কুকুরই যথেষ্ট।
ভালোবাসার যোগ্য প্রায় সব গুণই আছে কুকুরের ভিতর
অকপট বিশ্বাস, অক্লান্ত অপেক্ষা ও দু' চোখ ভরা অসহায়ত্ব।
তারপরেও কুকুরের ভাগ্যে জুটে মানুষের উচ্ছিষ্ট ও চড়থাপ্পড়।
কারণ বিড়ালের মতো পরিচ্ছন্ন স্বার্থপর আরামপ্রিয় বলে নয়।
.
কুকুরের মধ্যে আমি একজন অভিজ্ঞ দার্শনিকের ছায়া দেখি।
দার্শনিকের মতো চিন্তাশীল বোজা চোখ ও খাড়া কান সতর্ক
কুকুরের, যাতে ধর্ম-শিক্ষাব্যবসায়ী সোফিস্টদের
শেয়ানাচুরি
ধরা পড়ে গর্জে ওঠা ঘেউ ঘেউ ডাকে। কিন্ত যত ঘুমপ্রিয়
প্রজাসাধারণ গালি দেয়,'কী আপদ!এখান থেকে দূর হো শালা।'