তোমরা আমাকে দেখোনি, তাহলে চিনবে কী
করে?
কিংবা যদি দেখেও থাকো, তাহলে বুঝবে কী
করে
আমি সেই? কী উপায় জানা আছে তোমাদের হাতে?
এটা কি অলৌকিক কার্য, প্রতিশ্রুতি পূরণ, বা এজাতের    (কিছু)!
কিন্তু তোমরাই না বলো এসব দৈব, অবাস্তব,
জাদুকরী;
পদার্থ ও গণিতের  নিয়মে  সম্ভব নয় এসমস্ত গাঁজাখুরী   (গল্পের)!
তাহলে কি তোমরা চাও আমি তোমাদের মতো
শরীরী
মানুষের আকৃতি ধরি? বা স্বাভাবিক কিছু করি
সরাসরি?
কিন্তু তখন তো আবার বলবে এসব মানবোচিত প্রকল্পনা;
তাছাড়া প্রকৃতি এগুলো আপনাআপনি পারে, কি ঠিক না?
এখন তোমরাই বলো কী করলে তোমরা বুঝবে
আমি কী?
আমার কথা যদি মানো, তাহলে শুনো, 'আমি স্বতঃসিদ্ধ।'