আমার মনে হয় আমাদের সৌন্দর্যের ধারণা
গড়ে  উঠেছে  বিজাতীয়  শাসকদের  প্রেরনা
এবং তাদের লুন্ঠিত ধনসম্পদ তথা ক্ষমতার
সমন্বয়ে। এই ধরেন গৌরবর্ণ, উচ্চ নাসিকার,
পাতলা ঠোট, প্রশস্ত কপাল ও পরিমিত গঠন-
বিশিষ্ট মানুষদের বলা হয় সুন্দর, যার প্রচলন
ঘটে সাহিত্য, পত্রপত্রিকা, দূরদর্শনের মাধ্যমে।
কিন্তু এ সবই বিজেতা শ্বেতাঙ্গআর্যদের পরিচয়
যেখানে ভূমিপুত্র আমরা কালো,বিজিত, দরিদ্র
যাদেরকে প্রাচীন, কুৎসিত, অস্পৃশ্য ভাবা হয়।