মানুষের সৌন্দর্যই তো শেষ কথা। তারপর
আর কী কথা থাকে বাকি।
আনন্দ, কল্যাণ সবই তো সুন্দরের ভিতর
সুন্দর ছাড়া সম্ভব কি শকতি?
.
 মানুষের সৌন্দর্যই তো শেষ কথা নয়।
 তাকে ভালো লাগতে হয়, মানাতে হয়।
নইলে এমন কত মানুষই তো আছে যাদের
মিষ্টি গায়ের রং, তবু ভালো লাগে না তাদের।
.
সুন্দর হলে তাই সাত খুন মাফ। এমন কী
যদি বা হয়ো সে বৈইদ্য বা পতিতা।
সুন্দর সদা স্বরূপে আপনা প্রকাশী।
মর্যাদাহানীর ছল শুধু সুবিধা জিয়ে রাখা।
.
ক্ষুধার্ত দৃষ্টিতে যেকোনো খাবারই সুস্বাদু ;
তা যতই হোক পচাগলাবাসি, দুর্গন্ধযুক্ত।
সুন্দর হলে তাই সাত খুন মাফ যার মানে
খাদকের খাদ্যবঞ্চনা জমেছে অনেক দিনে।