একজন ভালোবাসা বঞ্চিত মানুষের বেদনা
তোমরা বুঝবে না—অভাবী অসুস্থ অজ্ঞ যারা।
কারণ: তোমাদের বেদনা 'পূর্ণ' মানুষের করুণা
ও মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা। প্রয়োজনে তাই তোমরা চেঁচাতে পারো, কাঁদতে পারো, বিদ্রোহ করতে পারো
কিন্তু ভালোবাসা বঞ্চিত কেহ তা পারে না, পারে না।
চুপচাপ তাকে সইতে হয়, নইলে নিজ চেহারা ও
কন্ঠের কাঁদো কাঁদো ভাব ধরা পড়ে। উপরি পাওনা
হিসেবে 'দুর্বল' তকমাও জুটে; জোটবদ্ধ লোকায়ত পরিচিতের থেকে।তাই ভালোবাসায় বঞ্চিতের বেদনা
'শূন্যের' তথা গুরুত্বহীন অস্তিত্বের তথা আত্ম-ঘৃণার।
তোমরা যা বুঝবে না— অভাবী অসুস্থ অজ্ঞ যারা।