আজ আমি এক অন্য আমি হয়ে
লোকসমাজ থেকে প্রত্যাখাত ভবঘুরে
সঙ্গীহীন চলমান জীবন-বাসে বসি
বে-খবর মনে মানবের জীবনগাঁথা রচি
আর চেয়ে দেখি ছুটে চলা ব্যস্ত জনস্রোত
দেখি আর ভাবি তাদের বেঁচে থাকার প্রাণপণ কসরত।