যদি কখনো
              প্রশ্ন করো,'কেনো
আসিনু ধরাতলে?'
জেনে নিও খোলা মনে
              খোদা 'হীন দেবালয়ে
আপন মূর্তি গড়িবারে।


যদি কখনো
             সাধ জাগে তব
ডানা মেলে উড়িবার।
খুঁজে দেখো সোজা চোখে
                     জনতার অভিনয়ে
অবাক বিস্ময় না জানার।


যদি কখনো
             ভালো লাগে প্রিয়
কোনো অবলার এলোচুল
তুলে দিয়ো দুু'টি হাতে তার
                         চুলে বাঁধিবার
একটি গোলাপ ফুল।