সকালে ঘুম থেকে উঠে
দেখি; আমি মৃত
স্থবির পড়ে আছি
প্রাণহীন লাশেদের মত।


তাহলে কি গতকাল
রাতে দুঃস্বপ্নের মতন
এসেছিল মালাকুল মউত
খুলে দিতে সমস্ত বন্ধন।


হয়তোবা;তা না হলে
এ কিসের আয়োজন
ঘরভরা মানুষের ভীড়
আর এক নারীর ক্রন্দন।


তবুও ব্যাপারখানা বেশ
অন্যথা ঠান্ডা এই দেহ
জ্বর এবং রক্তপাতে
হতো গরম অসহ।


কিন্তু ভয় হয়, পাছে
পরকাল সত্য হয়
সত্যই যদি খোদাতালা
আর সপ্ত নরক রয়।


সে যাই হোক
আজ আমি চলি
ওই বুঝি শিবিকাবাহক হাঁটে
কাঁধে আমার লাশ তুলি।