ইয়াহুদি  ও  আরবদের  উদ্ভাবিত  বিধাতা
   পরম  দয়াশীল,  সর্বশক্তিমান,  সবজান্তা...
   অথচ এসব পরস্পরবিরোধী, অপপ্রচারণা;
  মনে হয় মিথ্যা; প্রান্তিক সৎভাইদের প্রকল্পনা
হিংসাবশত। কিন্তু দুর্ভাগ্য! নিজেদের আবিষ্কার
  অন্যের চোরাইকৃত হাতে অস্ত্র। তাই বিধাতার   নির্বাচিত লোকেরা হত, বাস্তুচ্যুত: ব্যাবিলোনিয়া
থেকে মঙ্গোলিয়া, কথিত রোম থেকে আইবেরিয়া
  ও সর্বশেষ জার্মেনিয়া থেকে। আহ, কী দয়াশীল
শক্তিমান বিধাতা! সব জেনেও এমনটা হতে দিল।
  অযথা শুধু মানুষকে দোষা। তার মৌন সমর্থন
ছাড়া কি সম্ভব এত সব? তবু নাকি ন্যায়পরায়ণ
বিচারক বিধাতা!