আমি প্রার্থনা করি
আমাদের যেন ফের দেখা না হয়!
আবার আমার এ কথার অর্থ এই নয়
যে, আমি তোমাকে ঘৃণা করি।
(আমার দ্বারা তা সম্ভবও না)
বরং আমি বলবো,' ঠিক তার উল্টো '
আমার মন এখনো দুর্বল তার প্রতি!
আর তা লুকাবার জন্যই এ নির্মম প্রার্থনা
আমাদের যেন ফের দেখা না হয়!
এক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে
যদি কখনো দৈবভাবে
আমাদের দেখা হয়ে যায়
বিকালবেলায়
কর্মস্থল হতে বাড়ি ফেরার পথে।
আমার পোড় খাওয়া চোখমুখ
কম্পমান দুরুদুরু বুক
মুখ জড়িয়ে যাওয়া দ্রুত কথাবার্তা
ভেজা কণ্ঠে ঠান্ডা আর্দ্রতা
(পুরুষত্বের একি দুর্বল দশা
লজ্জা, লজ্জা)
মনোযোগী দর্শক মাত্রই বুঝে যাবে
এ দুয়ের মধ্যে কিছু তো চলে।
সারা জীবন পালিয়ে বাঁচার পর
শেষে এভাবে ধরা পড়ে গেলে
আমি নিজের কাছে ছোট হয়ে যাব।
আমাকে সে লজ্জা দিয়ো না।
তাই আমার প্রার্থনা
আমাদের যেন ফের দেখা না হয়।