কল্পলোকের পরী তুমি,কল্পনাতে বাস
নিদ্রামগন স্বপন ভুলে মিটাও মনোআশ
মনের মাঝে প্রাণ ছিল প্রাণহীনা চারিধার
রাজ্য ছিল রাজাহারা রানী বিনে হার
শব্দ ছিল, ছন্দ ছিল, ছিল শতোপমা
হাওয়া বিহীন স্বর্গ যেন অগ্নিকুণ্ডসমা
স্বপ্নযোগে পেলাম দেখা স্বপ্নসহচরীর
ক্ষনিক মিলনের চকিত আনন্দ নিমেষে গেল ছাড়ি
আঁধার কক্ষে হাতরে ফিরি ঘুরি অন্ধের মতন
কল্পলোকর কল্পনারীর দর্শন পাই কিনা!
মনের মাঝে ছবি ছিল, ছিল না তার রং?
শয্যা ত্যাজি আজি আঁকি রামধনু বরং
সপ্তরঙে উঠিল ফুটে সেই স্বপনসঙ্গীনী
বুঝিনু তখন স্বপ্নসেতো সত্য হয় হিয়ার রং মাখি।
.................. #স্বপনসঙ্গী।