সুন্দর'র মাঝে সুন্দর তুমি
জানে কবি আর অন্তর্যামি
যে সুন্দরের খোঁজে বিহঙ্গ ডানা মেলে
অথবা যেমন সুন্দরের প্রতীক্ষায় পর্বত নাহি টলে
তেমনি সুন্দর রথ চড়ে তোমার আগমন
সারথি আমি জানাাই তোমায় সুন্দর'র সম্ভাষণ।
.
সে সুন্দর আমি দেখিনু তোমার মাঝে
তোমার আঁখির ক্ষণিক পুলক লাজে
কত সুন্দর সে আঁখিতে নয়ন মেলে
সুন্দরী কত সে রুপের অনলে জ্বলে
সারথি তব সে সুন্দর রথে চড়ে
চরণরণে সু্ন্দরের জয়ধ্বনি ঘোষে।
.
এত সুন্দর দেখিনি কভু আগে
চৈতি চাঁদ,হিমাদ্রি কিংবা গোলাপবাগে
হেরিয়া তোমারি সুন্দর মুখখানি
চরণপদে কবির বিরহ-বাণী শুনী
এমনি কবিতা কত কবি শুনাবে অবিরত
কিন্তু ভুলিবে না তোমায় বাঁকাও মুখ যত।
.................................................................