তাঁর কৃপা ছাড়া তুমি সব হারা
পাবে নাকো জগে সুখ,
দমে দমে স্মরো ডেকে প্রাণ ভরো
রবে নাকো কভু দুখ।


তাঁর নাম দামি সেতো খুব নামি
তাঁকে ছাড়া নাই গতি,
তাই প্রতি শ্বাসে সদা রেখো পাশে
হবে নাকো তবে ক্ষতি।


আজ ধরা ধামে কোন কাজ কামে
মোরা স্মরি নাকো তাঁরে,
সদা মিছে বলি বাঁকা পথে চলি
পাপ সাথ নাহি ছাড়ে।


তাঁরে যদি ডাকো হৃদে বেঁধে রাখো
পাবে তবে সুখ প্রাণে,
সৎ পথে থাকো পাপ করো নাকো
নিজ গুণে প্রেম টানে।


     কৃত্তিকা ছন্দের কবিতা