করোনার এই দুঃসময়ে
    নানামুখী সংকটে মানুষ;
ভাটা সবার আয় ব্যয়ে
    দিন মজুরের নেই হুশ।


শুধু নয়, শহর ও বন্দর
    কাবু গ্রামীণ অর্থ নীতি;
সবার চোখে মুখে যেন
    চাপা আতঙ্ক ভয়ভীতি।


গ্রাম এমনিতেই নির্জন
    সবুজ প্রকৃতির ছোঁয়ায়;
এ নির্জনতা যেন এখন
    আরও মূর্ত, করোনায়।


তবু জীবিকার সন্ধানেই
    মানুষের চলছে ছুটাছুটি;
কখনো থামে না জীবন
    খুঁজেই নেয় তার পথটি।


   June 28, 2020