করোনা কালেও এসেছে
আষাঢ় বাংলার বরষা;
মেঘের পরে মেঘ জমবে
বৃষ্টিতে হবে ঝাপসা।

ঝুমঝুম বৃষ্টি তো ঝরবেই
বিলঝিল করবে থৈথৈ;
গরীবের জীর্ণ ঘর ভাসবে
বাঁচাবে কেউ যে নেই।

আলো সরে হবে আঁধার
বৃষ্টি পড়বে টাপুরটুপুর;
ফুটবে বেলি ছড়াবে গন্ধ
আকাশ করবে গুড়গুড়।

ফুটবে ঐ বাদলা দিনের
কদম্ববৃক্ষে প্রথম ফুল;
পশুপাখিও হবে বৃষ্টিস্নাত
বৃক্ষলতা খাবে দোল।

এ বৃষ্টির দিনে ঘরে ঘরে
রান্না হবেই খিচুড়ি;
আটকে আছি বাড়ির সব
বাইরে যে মহামারি।

হয়তঃ বর্ষণে ধুয়েই যাবে
অদৃশ্য শত্রু করোনা;
হবো আবারো কাছাকাছি
দূর হবে মনো-যন্ত্রণা।  

June 27, 2020