যতটুকু পেয়েছো তাতে নেই তৃপ্তি
        চাও আরও বেশী;
জগত এমনই আরো চাই প্রীতি
        চাই আরও হাসি।

আজন্ম মানুষের ভাগ্যে শুধু শূন্য
        আকাঙ্খা রয় বুকে;
হৃদয় নিয়ত হয়েই যাচ্ছে চূর্ণ
        কাটে জীবন শোকে।

চাহিদা যাদের তবে খুবই অল্প
        তবুও দুঃখ মিলে;
বলে না সবারে,পোড়া ভাগ্য গল্প
        ভাসেও অশ্রুজলে।

তবু কি মরতে চায় কেহ কখনো
        বাঁচে সে কষ্ট শ্বাসে;
এই তো জীবন,ভাসে বাতাসে যেন
        স্বপনের আবেশে।

তবু নাকি এ ভুবন ভারী সুন্দর
        কেটে যায় এ প্রহর;
তবু নাকি শীতল,রোদ খরা প্রখর
        ভালো সে ঐ জীর্ণ ঘর।