কত জ্ঞানীর বই পড়ি নিয়ত
উপন্যাস গল্প কবিতাও শত;
চাই আমিও কিছু একটা লিখি
কখনো পারি না;কোথায় যে শিখি?


সেদিন তবে কত না চেষ্টা করি
লিখি অণুকাব্য;শব্দ করে পড়ি;
আমাদের ছোট্ট লতা হেসেই খুন
ডাকি তাকে;এই যে মনি শোন্;


চোখে মুখে দেখি সে পেয়েছে ভয়
আমারও বড্ড কৌতুহল হয়;
বলি তাই,কেন তবে হাসলে মা’
বললো ও,হয়েছে সুন্দর বাহ্ !


‘নদীর কুল ভাঙ্গে আবার গড়ে
এ হৃদয় ভাঙ্গলে,কি তারপরে ?
কি হয় কেউ পারো তবে বলতে
কাঁচ ভাঙ্গলে কেউ পার জুড়তে ?’


কি যে আমি লিখি,সবি যেন ছাই
বুঝি মা মনি,তুই হাসলে তাই।
বল্লাম তাকে,হাতে তো মাত্র খড়ি
দেখে নিস্ পরে,কতটুকু পারি।


কতজনে লিখে,নয় মিছিমিছি
যেমন,এখানে কত মশামাছি;
এ নিয়েই তো কলকাতায় আছি
লিখেছি তাই,করিস্ কেন ছি ছি।