(জাপানে প্রচলিত ‘হাইকু’
     জাপানি কবিতা)


       এক
    ঐ রাজপথে
  চলে যান সমুদ্র
কোথা কি পেতে ?


       দুই
  দেহ পিঞ্জরে
পাখি বসত করে
  উড়তে পারে।


       তিন
  বৈশাখী ঝড়ে
সবি তো নিলে,আর
  কি নিবে কেড়ে?


       চার
   যতই চাই
দুঃখ বেদনা পাই
  তবু তো চাই।


       পাঁচ
  এগোই যত
যেন চলছি উল্টো
  কমে দুরত্ব।


       ছয়
  বলে অতীত
কি আর হবে শুনে
  আগামী গীত।