এক
  যাব আজ না হয় কাল
  রবো না কেউ চিরকাল;
যত পার দিয়ে যাও পৃথিবীকে
দিয়েছে যে,শ্বাস বাস সবাইকে।


             দুই
সবার কবিতা দেখে দেখে
  লিখতে ইচ্ছে হয়;
আমার যে নেই কথামালা
  যা লিখি কবিতা নয়।


             তিন
অপরাধীর অপরাধ বোধ
  আসবে যেদিন মনে;
মানব সমাজ উত্তীর্ণ হবে
  বিরাট একটি রণে।


             চার
যুদ্ধ করি যদি বা মেলে
  এক মুঠো ভাত;
যদি মেলে শিক্ষার আলো
  কাটবে আঁধার রাত।


             পাঁচ
ভালো দিন আসবে বলে
  হয়েছো অস্থির যেন;
মৃত্যু তোমার অপেক্ষায়
  এত ভাবছো কেন ?