-                  এক
               (চোখ টিপ)


বৈভব বেড়ায় হেথা সেথা দিয়ে চোখ টিপ
শুরু যেন তখনই স্ফূর্তি আর হিপ হিপ;
        খুশী কত পেয়ে মুঠি মুঠি
        গদ গদ আরো কুটি কুটি
কেউ পায় না পুঁটিমাছ,পুকুরে ফেলেও ছিপ।


                    দুই
            (বিচিত্র রং মানুষে)


জগতে মানুষ যেন কেমন,সুদিনে পাশে
দুর্দিনে দূরে,করে অবজ্ঞা কত উপহাসে;
        সুখে দুখে সদা বোবা প্রাণী
        পাশে,না দাও খাবার পানি
আজব পৃথিবী,কত যে বিচিত্র রং মানুষে।

             ছন্দ:ক ক খ খ ক