এ জীবনে দেখি যত জয় পরাজয়
যেন সবি স্বর্গ নরকের পরিচয়;
আঁধার গ্রাসে,কিরণ চুপি চুপি হাসে
দুঃখও কেমন,থাকবেই পাশে পাশে।


যতই দুর্ দুর্ করি,বুঝে না ঘৃণা
নেই লজ্জা,পরনে হোক না ছেঁড়া ত্যানা।
সুখ চিরদিনই রইলো উন্নাসিক
বাস শান্তি নীড়ে,বধির শোনে না চিক।


আর অগ্নি,এমনিতে জ্বলে দাউ দাউ
জ্বলে হৃদয়,মেলে না তার টিকিটাও।
নিরন্তর হাত পাতে,উপোসে কাতর
কি যে জ্বালা দাহ তাদের মনের ভেতর;


কে বুঝে তা,যারা পেয়েছে বৈভব অথৈ
নিরলে ভাবি, কি হবে আর করে হৈ চৈ।
জীবনের এতো রং এতো ঢং পরিশেষে
সবি তো একদিন ধুলোয় যাবে মিশে;


যতটুকু পিষার পিষেছে,দুঃখ তাই হাসে
কি আর পাবে স্বর্গ নরক অংক কষে।


              রচনা : ২০১১