কাব্য কি,নেই আমার জানা
   জানি এ পশু পাখি মানুষ;
জানি তাদের জ্বালা যন্ত্র্রণা
   সতত ডুবে,থাকে না হুশ।


ঝকমকে দুর্ভেদ্য উপমা
   ছন্দ ফুলঝুরি,সুর লহরী;
পারি না গড়তে তিলোত্তমা
   লিখি তবু ওই আহাজারি।


কৈ পাণ্ডুলিপি ঘর বোঝাই
   না নিতে আসে সাক্ষাতকার।
হৃদে জ্বালা যন্ত্রণা ঠাঁই
   লেখাতে ডুবি, চেষ্টা বাঁচার।


চাই নিয়ত আমার লেখা
   ভরে দিক পুলক ঝলকে
না হলো আমার সুখ চাখা
   থাকুক ভুলে কষ্ট নরকে।


        রচনা:২০১৩