কত সহনশীল ! আমার বঙ্গভূমি
স্বাধীনতা পেতে,হলে তুমি রক্তস্নাত;
ভুলে গেলে কষ্ট,স্বাধীন পতাকা চুমি
সম্ভ্রম গ্লানি ভুলে শির ঐ সে উন্নত।


বছরে প্লাবন,বৈশাখী ঝাপটা ঝড়ে
সারা জনমই তো তোমার অশ্রুপাত
দরিদ্রতা,শোষণ,জ্বালা যন্ত্রণা ভারে
ভেঙ্গে পড়নি,তবে সজল দৃষ্টিপাত।


হিংসা হীন প্রেমে ভেবেছিলে মিলিমিশি
ভালোবেসে গড়বো এক সোনার বাংলা;
থেমেছে যুদ্ধ ,এসেছে সশস্ত্র সন্ত্রাসী
এবার মানুষের হাড়ে ভরছে জাংলা।


তোমার রক্তে পুষ্ট তৈরী নবীন সেনা
ভুলেনি,করবেই শোধ তোমার দেনা।


          চতুর্দশপদী কবিতা
             রচনা:২০১১