তোমার বাগানে ফুটেছে শত গোলাপ
কমল, কোমল স্নেহ মমতায় ভরি;
আমার বাগানে তো সততই বিলাপ
শুধু ঝড় তুফান কখনো শিলা বারি।


জলে ভরা সরোবরে ফুটে পদ্ম ফুল
কাঠ ফাটা রোদে শুনি মাটির ক্রন্দন;
ভ্রমরের গুঞ্জন,প্রণয়ে যে ব্যাকুল
মাটির নেই ভ্রুক্ষেপ জন্মায় জীবন।


নীল আকাশে অভ্রের দ্যাখো আহলাদ
উদার সমুদ্দুর ছাড়ি দিয়েছে পাড়ি;
ভেসে বেড়াবে গগনে, লুটি সুখস্বাদ
ফিরে আবার সলিল হয়ে তার বাড়ি।


পৃথিবীর যেন, হেন খেলা সারাক্ষণ
কখনো প্রশান্তি কখনো বা আলোড়ন।


        চতুর্দশপদী কবিতা
          রচনা :২০১২