চারিদিকে আজ এতো রক্ত ঝরা
    সততই চৌচির স্বপ্নেরা
     লোকজন দিশেহারা;


কর্ম অন্বেষণে কিশোর শিশুরা
    খেলার বয়সে তন্দ্রাহারা
     স্বপ্ন যে আকাশ ভরা।


দ্যাখো ঐ যে শহরের রাস্তাঘাট
    রঙিন যানে জমজমাট
     করতে বাজার হাট;


সাজ সজ্জায় সুন্দর ফিটফাট
    কলকাকলিতে ভরা মাঠ
     চলেও পুস্তকপাঠ।


হেথা মাথায় ভেঙ্গে পড়ে আকাশ
    সারা বেলা কান্না হাহুতাশ
     কখনো যে উপবাস;


জীবন যুদ্ধ চলে বারোটি মাস
    লাঙল গরুর আশপাশ
     সাথী তবু দীর্ঘশ্বাস।