অবশেষে কি নিষ্ঠুর প্রতিশোধ
নিয়েই নিলো প্রকৃতি;
ক্ষুদ্র একটি করোনা ভাইরাসে
বিশ্ব জুড়ে এত ভীতি।


আসলে মানুষ আজ অবিমৃশ্য
বন কেটে বানায় নগর;
তাই যে বিশ্ব এখন এত উষ্ণ
নদী ভরে গড়ে বাড়িঘর।


মাটি আমাদের দেয় কত কিছু
বুক চিঁড়েই তবু প্রাসাদ;
তবু পাই গ্যাস তেল বহু কিছু
তার বুকেই শস্য আবাদ।


রক্ষক না হয়ে মানুষেরা যেন
এখন প্রকৃতিরই ভক্ষক;
যার খাই পরি ভাবিনা কখনো
সে বোবা, নয় আহাম্মক।


চলছে গোটা বিশ্বে নীরব যুদ্ধ
বোমা নেই, নেই কামান;
প্রকৃতি হয়েছে, এতটাই ক্ষুব্ধ
গোটা পৃথিবীই কম্পমান।


যত অভাব অনটন প্রাণীদের
করে পূরণ সে প্রকৃতি;
তবু আরো চাই শুধু মানুষের
না হয় কখনো তৃপ্তি।


তবে, খুব বেশী কিছুই তো না
প্রকৃতির নিয়মে চলি;
আবার হবে ব্যারাকে করোনা
আর কেহ হবে না বলী।