গর্জে উঠেন শেখ মুজিবর
সাতই মার্চের দিন,
কবির মত দিলেন ভাষণ
বাজলো অগ্নি বীণ।


সারা বিশ্বে ছড়িয়ে যায়
বঙ্গবন্ধুর নাম,
জেগে ওঠে আম-জনতা
কাঁপে বাংলা ধাম।


যার হাতে যা অস্ত্র ছিলো
শুরু হলো রণ,
পাক সেনারা শহীদ করে
বাংলার লক্ষ জন।


নয়মাস ব্যাপী যুদ্ধ শেষে
মুক্ত সোনার দেশ,
মা বোনেরা সম্ভ্রম হারান
সহেন কষ্ট ক্লেশ।


লাল-সবুজের পতাকা পাই
গর্বে ভরে বুক,
বাংলার মানুষ রক্তে আনল
স্বাধীনতার সুখ।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+১