শোনো একটি গল্প বলি
কি করে এই স্বাধীনতা ?
একাত্তরের মুক্তিযুদ্ধের
সে কী নির্মম বর্বরতা !


বঙ্গবন্ধুর মার্চের ভাষণ
অগ্নি ঝরা মুক্তির বার্তা,
বাংলার সকল নরনারী
মেলে ধরে জীবন খাতা।


বর্বর পশু, পাক-বাহিনী
বহায় বাংলা রক্তস্রোতে,
বাংলাভূমির সব প্রান্তরে
গোলাবারুদ অস্ত্র পোতে।


হারিয়ে মা চোখের মনি
করেন কান্না, আহাজারি,
পেয়েছি এই স্বাধীন ভূমি
মুক্ত আজি বলতে পারি।


শেখ মুজিবর ছিলেন বলে
খোলা মনে খেলি হাসি,
মানচিত্রে আজ বাংলাভূমি
বাজে হেথা বিজয় বাঁশি।


পালন করি ছাব্বিশে মার্চ
উল্লাস করি সবাই মিলে,
তাঁর আদর্শে এসো সবে
দেশটা গড়ি তিলে তিলে।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+৪