আমি এখন বেইলী রোডে আছি
তোমার ফ্ল‍্যাটের অনেক কাছাকাছি।


সেই যে কবে-
মিন্টো রোডে
তোমার আমার দেখা;
অফিসার্স ক্লাবে
প্রথম পরিচয়।


তারও অনেক পরে-
হলি ফ‍্যামিলির গেটে
নিঃসংকোচে দৃষ্টি বিনিময়।


তুমি আমার নামটা
বেমালুম ভুলে গিয়েছিলে,,,!
"এই যে কবিভাইয়া"-
বলে সম্বোধন করে
আমাকে ডেকেছিলে।


আমি কিন্তু তোমার নামটা
ভুলিনি।
তোমার চোখ দেখেই-
চিনতে পেরেছিলাম।
তুমি তো "দিপান্বিতা"।


আজ কতো বছর হলো,,,
বেইলী রোডের কদম গাছটা
আগের মতো আছে;
চা দোকানী "শাজাহান"তো নেই।
তবুও গাছটা দেখে
তোমার নামটা মনে পড়ে গেলো।


দিপান্বিতা!
ফ্ল‍্যাটের নামটা "কবি"ই রেখে দিলে?
সত্যিই কি আমাকে আপন ভেবেছিলে?