১.
আছি আমি বসে একা
ভাবছি কত কথা।
আসলে তুমি বলব-আমি
জমেছে যত ব্যথা।


২.
দেখছি কত স্বপ্ন আমি
বসে নদীর তীরে।
আসলে তুমি ফিরব-আমি
আপন সুখের নীড়ে।


৩.
রাঙ্গা দু’খানি চরণ ফেলে
চলেছ কোন গহীন চরে?
বল্লে তুমি কুড়ব-আমি
বালি দু’মুঠ ভরে।


৪.
তোমায় নিয়ে যাব আমি
দূর অচিন পুরে।
যেই দিগন্তে নেই ক কেউ
আমার শূন্য গৃহে।


৫.
সন্ধ্যা তারার ভিড়ে যেদিন
যাব আমি মিশে।
তুমি ছাড়া কে বা আমায়
পাবে সে দিন খুঁজে।


৬.
পথের ধারে রব বসে
সহস্র বছর ধরে।
আসলে তুমি ফিরব আমি
হাত দু’খানি ধরে।


৭.
আসবে তুমি কবে বলো
আমার শূন্য নীড়ে?
স্নিগ্ধ চোখে চেয়ে আমি
বসে পথের ধারে।


৮.
তুমি ছাড়া রিক্ত আমি
রিক্ত আমার মন।
ছুঁইলে তুমি জাগব আমি
ঘুম ভেঙে তখন।


৯.
ফুল বাগানে ফুলের ঘ্রাণে
গন্ধে সু মধুর।
আসলে তবে দেব তোমার
খোপায় বুনো ফুল।


১০.
চুপটি করে চলেছ কোথায়
যাবে কত দূর?
আমায় একটু নাও গো সাথে
যাব বহু দূর।


১১.
নদীর জ্বলে ভাসছে কত
রঙ বে রঙের নাও।
চলো না দু’জন ভাসব বসে
দুলিয়ে জলে পাও।


১২.
পদ্ম কত স্বচ্ছ জলে
ভাসছে কত ফুল।
কুড়বো দু’জন হাত বাড়িয়ে
ফুটেছে যত ফুল।


১৩.
ঝোপের পাশে বকুল গাছে
ঝরছে কতো ফুল।
সবটা এনে দেব তোমায়
গাঁথবে কানের দুল।


১৪.
সন্ধ্যা হলে পথের মাঝে
জ্বালবে আলো চাঁদ।
ফিরব দু’জন আপন নীড়ে
হাতে রেখে হাত।



                                                                         ১৯শে আগস্ট ২০১৯ইং
                                                                        রসুলপুর, বাংলাদেশ।