এই যে নিখিল
আকাশের নীল
হাসে খিলখিল
লাগে অনাবিল!
ওই জলা বিল
উড়ো গাঙচিল
করে ঝিলমিল
লাগে অনাবিল!
ওই দেখ নদী
চলে নিরবধি
নাই তার দিশে
সাগরেতে মিশে
হয় একাকার;
ওই যে পাহাড়
তারকার হার
আহা কী বাহার!
এই সব কার?
ওই সাদা কাশ
মখমলে ঘাস
এই তরুলতা
প্রাণে প্রাণে কথা
কতো উৎসব
কার এই সব;
আছে অনুভব?
খোকা বলে ‘রব’
তাঁর এই সব।
খুকি শোনে কয়
তিনি অক্ষয়;
সবকিছু তাঁর
সেরা উপহার
মহিমা অপার।