মাঘের শীতে ঝরছে পাতা– দেখছো কেবল ক্ষয়?
ধুঁকছো পড়ে একলা নিরাগ
গান করে না পঙ্খি বিরাগ!
ওই যে শোন ফাগুন তোমায় দিচ্ছে বরাভয়।
রও অবিচল কামড়ে মাটি
পুষ্প পাতার জমবে ঘাঁটি
আসবে পাখি গাইবে গজল সাজবে কিশলয়।