ছাপ্পা
রহমান মুজিব

ঘোড়া উড়ে আকাশে
ঘুড়ি চলে সাঁতরে
দিনে হাসে চাঁদ মামা
রবি হাসে রাত্রে।
ধানগাছে পান হয়
পানগাছে তক্তা
হ্যাঁচা কথা– বলে গেল
ভুঁড়ি মোটা বক্তা!

পাশে থাকা চেলাদল
সুরে বলে ঠিক ঠিক
দেয়ালের টিকটিকি
ভয়ে ডাকে টিক টিক।

খোকা বলে, ‘ধোঁকা সব–
ভাবো বুঝি– বোকা সব!
চলবেনা ধাপ্পা;
ফাসিকেরা ফেঁসে যাবে
লেগে বদ ছাপ্পা’।

*ফাসিক= সত্যত্যাগী।