ছড়ার তান
রহমান মুজিব


ছন্দ যাবে ছড়ার বাড়ি
পর্ব-ফুলে সাজাও গাড়ি
চলবে গাড়ি বেগে;
পড়লে পথে কঠিন বাধা
থামবে আঘাত লেগে।
চলবে ছড়া সরল পথে
পারবে না সে গরল হতে
চলার পথে হয়তো রবে বাঁক –
সুকৌশলে ঘুরলে চাকা
লাগবে লোকে তাক।
ছুটবে ছড়া বলগাহারা
থাকবে তাতে সুর
ছড়ার তানে উঠবে নেচে
ঊর্মি সমুদ্দুর।


উছলে উঠে বললো রেগে
সমুদ্দুরের জল
বেশ হলো খলবল
ছড়ার-রাজ্যে  আমার মতোই
পর্ব-ফুলের দল;
নাও চিনে তার চল।
      -০-