(মাঝে মাঝে মন বড় বেচুইন হয়ে ওঠে। নাগরীক সভ্যতা, জাল, জঞ্জাল, কোলাহল,হলাহল, সব ছেড়ে একান্ত একেলা শান্ত সবুজ তরুতলে মাটির আসনে মাটি হয়ে ঘাটি গেড়ে বসি। ওখানে তখন নিদাঘ দুপুরে একা এক প্রিয়া হারা ঘুঘু কেঁদে মরে “বউ গো ওঠো। ঝি গো ওঠো”। দূর থেকে সুখের পাখিটা ডাক পাড়ে “ টুউউ..টুউউ”। আর মনের পাখিটা তখন মাটিলগ্ন হয়ে গেয়ে উঠে..)


কেমন করে এমন পাথর হইলি বন্ধুরে
দিয়া আশা ভালোবাসা রইলি কোন দূরে।
আমি থাকি পন্থ চাইয়া
আইলি না তুই পালের নাইয়া
বুঝলি নারে আছিস বন্ধু এই জীবন জুড়ে।
পাতার তলে ডাকে পাখি
কেমনে পরান বাইন্ধা রাখি
কোন শিকলে বান্ধলি তারে – যায় না মন দূরে।
পুড়ে পুড়ে হইলাম কয়লা
অন্তর থেকে যায় না ময়লা
আমারে আর রাখিস নারে বেশিক্ষণ দূরে।
বুকে নকশি কাঁথা পেতে
বকুল মালা রাখছি গেঁথে
বইসা বন্ধু নিবি গলায় ডাক দিবি সুরে।