মতিলাল মারে ফাল
করবেই গান সে
গান ছাড়া এ জীবন
লাগে বড়ো পানসে।


হেঁড়ে গলা– সুর নাই
সাধবে না গলা সে
ছেড়ে গলা গেয়ে যাবে
গায়ে যতো বল আছে!


শুনে তার গান
খুঁজে হয়রান
তাল লয় তান।


যদি বলো, “শুনলাম
তান নাই”–
রেগে-মেগে মতিলাল
চোখ করে অতি লাল
বলে দেবে, “ব্যাটাদের
কান নাই–
বুদ্ধিতে শান নাই”।


শুনে-টুনে দিশেহারা
গণিতের মাস্টার
নিয়ে চক ডাস্টার
ঝটপট লিখে দিল,
“কাজ হয় বল যোগ স্মরণে;
রাগ ধরে গান গাও
ধরি দুই চরণে”।


ফুলা গাল মতিলাল
ঝাড়ে ঝাল বাতাসে;
ধরে ঠিকই রাগিণী
গলা থেকে ঝরে পড়ে
যেন কাল-নাগিনী,
কেশে ঝেড়ে সাইনাস
বলে, 'বাদ, মাইনাস।”
আরো কয় শিঘ্রই
হবে গান-মাথা সে!


টিয়া বলে," হোক গান
গেয়ে গেয়ে পাবে তান"।


যশোর
২৫.১১.২০১৯