জলদি খুলো দোর
রহমান মুজিব


পালকি নিয়ে এলো আলোর ভোর
বললো, ‘খোকন, চড়বে যদি
জলদি খুলো দোর।
পঙ্খি পেল আলোর খবর
বার্তা পেলো অলি
আলোর ছোঁয়ায় উঠলো হেসে
হাজার ফুলের কলি;
বইছে যখন আলোর জোয়ার
তোমার কেন বন্ধ দুয়ার
জলদি খুলো দোর’।


পাখায় মেখে আলোর জ্যোতি
নাচলো ভোরে প্রজাপতি
নাচলো শালিক-জোড়;
বললো, ‘খুকি, চলছে নাচন
জলদি খুলো দোর’।