সাদা-কাদা বিচার ছাড়া যতই বাঁধো বালাখানা
মানুষ তুমি অভিবাসী উড়তে হবে বাজলে বাঁশি
রে বেখবর পরিযায়ী, দেখেও থাকো কালা-কানা!
সাদা-কাদা বিচার ছাড়া বৃথাই বাঁধো বালাখানা।
কৃষি হলে তিষি ফলে; ক্যান যে কাদা চালা -ছানা
শেষটা হবে ভিন্নবাসে, এটাই তোমার বারোমাসি
সাদা-কাদা বিচার ছাড়া যতই বাঁধো বালাখানা
মানুষ তুমি অভিবাসী উড়তে হবে বাজলে বাঁশি।