রুবাই-১


দিল নগরে খিল যদি দাও কেমন করে ঢুকি
দুঃখ এসে ফুল বদনে খেলছে কপালটুকি।
আগল খুলে পাগলটারে কোলের কাছে নিলে
আঁধার কালো মেঘ তাড়ায়ে সূর্য দেবে উঁকি।


রুবাই-২


কুল্লে বুকে তুললে তুফান– ঊর্মী উতাল পাতাল
ভুললে জলিল– সলিল ডুবি দেখবে বুকের চাতাল!
খুললে প্রেমের পানসিতে পাল –রইবে কীসে ভয়
ফুল্লে তারে করব বরণ –এলে মরণ দাঁতাল।


যশোর
২১।১১।২০১৮খ্রিঃ