আপনাবাসে হাজতবাসী
শূন্যে মিলায় মুখের হাসি
বুকের 'পরে কুড়াল মারে
বিদঘুটে আর খল
পরজীবী একদল;
আর সহেনা দহন-জ্বলা
বিশ্ববাসী আজ উতলা
অনিশ্চিত এক আশঙ্কাতে
নামছে চোখে ঢল
করোনা তুই ভাগবি কবে বল?


পাঠ ভুলেছে খোকা খুকি
কেউ খেলে না  কপালটুকি
কর্মহারা গরিবঘরে
অভাব অবিরল
পরজীবী তুই ভাগবি কবে বল?


পুত্র বিরাগ পিতার লাশে
যায় না বিবি বরের পাশে
উলট-পালট করে দিলি
সম্পর্কের তল
চোখে আসে জল;
বন্ধু- সজন ভাই-বেরাদর
কই গেল কই মায়ার চাদর!
নষ্ট করলি  তুই রে বাঁদর
মায়ার পরিমল
পরজীবী তুই ভাগবি কবে বল?