বস্তুতঃ
তোমার মতন এমন চুল
আমি কারুর মাথায় দেখি নি।
এমন সোজা অথচ
চুলের মতন পাতলা চুল-
আর কারুর হয় না।
তবু,
কোথায় যেন- দেখছি!

এমন সুরভি- সুগন্ধি চুল,
আর কার আছে?
বলো তো...
নাহ! সবার চুলে-
হয়, সমুদ্রের ঢেউ থাকে,
নয়, জতিল চিন্তার মত
কোঁকড়ানো- এক ঝাক চুল।

তবে এমন শান্ত
অথবা,
ভেতর থেকে ক্লান্ত,
এমন সোজা চুল তো,
আর কারুর-কখনোই
চোখে পড়ে নি!
তবু কোথায় যেন দেখেছি-
ঐ সুগন্ধি চুল।

যেন,
মাঝির অসতর্ক বৈঠার আঘাতে,
অসান্ত হতে প্রস্তুত।
কতকাল যেন কারুর অপেক্ষায়,
কান্তিগুলো জমা হয়ে,
অমন, শান্ত হয়ে গেছে,
-ঐ সুগন্ধি চুলের মাঝে।

কই?
এমন ধরনের চুল,
আর তো দেখিনি।
তবু,
কোথায় যেন দেখেছি,
কোথাও যেন- দেখি!

পেয়েছি!
তুমিই তো সে!
যাকে আমি মনের তুলিতে,
তিলে তিলে একেছি!
প্রথমে চোখ, তারপর ঠোট,
কখনো কপাল,
আর খুব সুক্ষ আচড়ে-
ঐ সুগন্ধি চুলগুলো
ধীরে ধীরে একেছি।

বস্তুতঃ
তোমার চুলগুলো আমার,
খুব শখের।
তাই, সময় নিয়ে একেছি।
তাই বুঝি এতো-
চেনা চেনা লাগে।

তার মানে তুমি,
আমার মাঝেই ছিলে,
থাকো আর আছ-ও।
আজ,
খুজে পেয়েছি শুধু।
তাই
এতো চেনা লাগছে-
ঐ সুগন্ধি চুলগুলো-
কেমন অস্থির রকমের-
সোজা আর, শান্ত!