সখি তুমি আমার সুখ জাগানিয়া
তোমারে না দেখিয়া আজীবন গেলাম ভালোবাসিয়া.
আলোতে-অন্ধকারে দৃশ্যে -অদৃশে, আপনে-পরে
তোমারে দেখিবার আশায়  গেলাম খুঁজিয়া।
কখনো এসেছ সুখ নিতে
কখনো এসেছ  দুঃখ দিতে।
সুখে-দুঃখে কাটে স্বাদের এই জীবন
দৃষ্টিময় অতৃপ্তময়  রসনার রহস্যময় এই সমাহার ভূবন।
কথা বলছো সারাক্ষণ দেখিনা তোমায়
তোমার বিরহে আমার জীবনটাই ছাড় হার।
আমার বুকে বসত কইরা থাকো তুমি লুকাইয়া
একটু সামনে আস না গো দেখবো তোমারে প্রাণ ভরিয়া।
তোমারে দেখতে বারেবারে আমার মন চাই
স্বপ্নের মতন দেখি তোমায় চোখ ফিরায়ে দেখি নাই।
তোমাকে ছাড়া আর কাউকে যে ভাবতে পারিনা আপন
তূমি যে বুঝনা আমার মনে তাই ভীষণ বেদন।
তোমার সঙ্গম ছাড়া আমার অন্তর হাহাকার
আমার শূন্য বুকে তুমি জড়িয়ে ধরেছ বহুবার।
সেই অনুভব আমি এঁকে রেখেছি আমার জীবন পাতায়
আমারে একা রেখে তুমি কোথায় চলে যাও
বিদায়ী ঘূর্ণিঝড়ে  আমার নিঃশ্বাস টুকু ও চিনিয়ে নাও।
অনুরোধ রইলো তোমায়----
বিদায়ের বেলায় করিও দেখা আছি অপেক্ষায় ----