ঘুম ভেঙেছে বিষাদ মনে
ফিরতেই দেখি একমুঠ কদম।
ললিতার চোখের জলে ভিজছে
বালিশখানি ছিলো আমার।
মেঘলা আকাশে চাঁদ জ্বলজ্বল করছিল
সে আকুতি সুরে বলছিল ব্যাকুল হয়ও না।
আমি আসিব ফিরে এসেছি স্নান করতে
শিউলি বনের ঝর্ণার জলে।
আষাঢ় এর বৃষ্টি ঝরা বকুলের হাসি মেখে
তোমাকে ছোঁয়াব বলে।
চাঁদের হাসিতে তুমি বসবে মেহেদি হাতে
সূর্য উঠেছে আজ তোমাকে রাঙাবে বলে।
তুমি কাঁদছ কেনো?
তুমি শুধু কেঁদেই গেলে--এই কদম বনে।।