একের ঘরে থাকরে মন একা
মান-অভিমান যতই চলুক যতই হোও বাঁকা।
একা থাকা অনেক ভালো গুণীদের কথা
একা না থাকলে কেউ বুঝেনা নিজের ব্যথা।
আপন ঘরে ঢুকে আপনের সাথে কও কথা
আপন ঘরে কে আছে  চিনে নেও তারে
নয়তো পাবেনা পাড় ভাঙ্গেবে না মুক্তির বাঁধ
মানব জনম যাবে বিফলে
আবার আসতে হবে ভূবন ছলে
কেন এমন হবে
মানুষ যদি হয় সৃষ্টির সেরা।