নিখিলের ছোঁয়ায় রোমাঞ্চিত উদাস আকাশে
মেঘমালা ঢেলে দিচ্ছে তার রসিকতার কুঞ্জ।
বুক চিরে বেদনার নীড়ে সান্তনা দিতে ব্যাকুল
খুঁটি খুঁজি পাইনা আসল ঠিকানার মূল।
গোধূলি লগ্নে চারিদিকে লতাপাতাগুলি জড়িয়ে
মনে হয় অস্রহাতে সাজানো সৈন্যসামন্ত আছে দাঁড়িয়ে।
শীতল বাসাতে দেখেছি শীতলতার প্রতিচ্ছবি
আকাশে উৎফুল্ল প্রাণে উড়ছিল মেঘমালার উর্বি।
মেঘ-মাখানো মেঘনাদ ব্যাস্ত ছিলো মেঘ মিলনে
এলোমেলো চুলে দৌড়াচ্ছিল রানি সাদা মেঘমালা গলে
নীল দিগন্তে পরীরা  উড়ছিল কল্পনার ছলে।
বন পাহাড়ির মাঝে সবুজ প্রকৃতি হাসে
মৌ সুন্দরী ঘুমন্ত চমকিত প্রকৃতির আবেশে।।