দেখা নাই কারে পড়াই মালা
উড়ুউড়ু মন বাতাসের মতন
নাই ঠিকানা শব্দের অনশন
যেখানেই ভরসা ভেঙে যায় গাছপালা।


পুকুরের জলে দেখেছি শেওলা
যৌবন হারিয়েছে সেই বীথী ভরা গাছটা
আজকাল কর্কশ সুরেও ডাকেনা কাকটা
হয়েছে নিরুদ্দেশ বিষাক্ত বাতাসের জ্বালা।


কল্পনা দৌড়াচ্ছে বাতাসের পিছে
আঁখিজোড়া হয়না এক তার সনে
নিশীথ ডেকে তুলে প্রভাতের পাখিরে
হাতে লয়ে শিশির ভেজা ফুলেল মালা।


শুশুকের নৃত্যে চঞ্চল মাস্তুল হিয়া
ঝিলিমিলি সূর্য কিরণে চোখেতে নেশা
ডাহুকের মতন কাদা জলে অপেক্ষায়
আঁখিতে তার ছবি যায়না তারে ভুলা।