তিতাস পাড়ের কন্যা আমি সাঁতার জানিনা
এত বড় নদী কেমনে দেবো পাড়ি
আমার মনে সাহস জোগায় না।
ও মাঝিরে তোমার নাওয়ে কইরা
আমারে নদীর হে পাড়ে লইয়া যাওনা।
স্থির হয়ে আছে তিতাস নদীর জল
নিশীথে নিরব দুই কূলের বাড়িঘর।
ভাটাতে কেউ চায়না থাকতে
জোয়ারে যে দেখি বিপদ
নদী প্রেমিক স্রোতের টানে
কূল খুঁজে বেড়ায় সারাক্ষণে।
ও সুজন মাঝিরে আমারে লইয়া যাওনা তোমার লগে।