মুক্তিযুদ্ধে যাওয়ার সময়
বুক  চাপা কান্নার
অশ্রু স্রোতে ক্ষণিকের  জন্যে
আমার হাতটাকে টেনে নিয়ে
লাল গোলাপ জড়ানো একটি
আংটি আমার মধ্যমা আঙুলে
পড়িয়েছিলে।
আমি কিছুই দিতে পারছিলাম না তখন
দিয়েছিলাম শুধু ভালোবাসার একটি চিমটি।
যা পেয়ে তুমি ওহঃ বলে চিৎকার দিয়েও
হাসির ছলনাতে বিষয়টি কে সকলের অদৃশ্য
করেছিলে।
নয়মাস পরে দেশ স্বাধীন হলো,তোমার              
সাথের বীর মুক্তিযোদ্ধারা ফিরে এলো শুধু এলেনা তুমি তোমার বন্ধু আবিরের কাছে তোমার দেওয়া                     রক্তমাখা বুলেট উপহারটি আমি পেয়েছি।
জীবনে এটাই আমার পরম পাওয়া--যদিও খুশিতে
চোখের জলে আমার বুক ভিজতেছিল।
আমি এমনি এক অপয়া এতদিনে রক্তমাখা বুলেট
স্মৃতি টুকুও হারিয়ে ফেলেছি সংসার সমুদ্রে।
তার দেওয়া আংটিখানাও ছিল এক মুখোশধারীর
কবলে।
রক্তিম সূর্যের কিরণে এঁকে  রেখেছি মনের তাজমহল
দু'ফোটা অশ্রুতে বেঁধে রেখেছি অদৃশ্য কল্পনা
আর লালসবুজ পতাকার উদ্ভাসিত নাচন।